খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত তিন সংগঠনের পূর্ব ঘোষিত কর্মসূচি চলাকালে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এতে পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- উপ-পরিদর্শকসহ (এসআই) মো. সাব্বির হোসেন, কনস্টেবল সজীব বড়ুয়া ও মোহাম্মদ আলী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন স্বনির্ভর এলাকায় লাঠি মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় ইউপিডিএফ কর্মীরা লাঠিসোটা, গুলতি, ইট-পাটকেলসহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অতর্কিত হামলা করে। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইউপিডিএফ কর্মীদের ছোড়া গুলতির আঘাতে তিন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও ছয়টি টিয়ারশেল নিক্ষেপ করে।
এ ঘটনার পর থেকে স্বনির্ভর এলাকায় লোকজন দোকানপাট বন্ধ করে দেয়। স্বনির্ভর বাজার এলাকা ছাড়িয়ে আশে-পাশেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় খাগড়াছড়ির সঙ্গে পানছড়ির সড়ক যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে।
এদিকে প্রসীত বিকাশ সমর্থিত ইউপিডিএফ’র সংগঠক মাইকেল চাকমা অভিযোগ করে বলেন, নিরাপত্তা বাহিনীর টিয়ারশেল ও রাবার বুলেটে তাদের ৯ কর্মী আহত হয়েছেন। বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় স্বনির্ভর বাজারের দোকানপাট বন্ধ রয়েছে।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বিনা উসকানিতে ইউপিডিএফ কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও গুলতি নিক্ষেপ করে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।
মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/এমএস