দেশজুড়ে

গাজীপুরে তুলার গুদামে আগুন

গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার মোশারফ কম্পোজিট কারখানার তুলার গোডাউনে বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

গাজীপুর ফায়ার সাভির্সের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন ও ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৩টার দিকে মোশারফ কম্পোজিট কারখানার একটি একতলা ভবনে তুলার গোডাউনে আগুন লাগে। মুহূর্তে আগুন গোডাউনের সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুরের শ্রীপুর, জয়দেবপুর, টঙ্গী ও ময়মনসিংহের ভালুকা ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ সংবাদ লেখার সময় সকাল ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আমিনুল ইসলাম/এফএ/আরআইপি