জাতীয়

নারী দিবস উপলক্ষে কেয়ার বাংলাদেশের আলোকচিত্র প্রদর্শনী

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ। সম্প্রতি রাজধানীর যাত্রা বিরতি গ্যালারিতে ‘শরণার্থী সংকটের ১৯৪ দিন - নারীর প্রতি সম্মান : সহনশীলতার নানা মুখ ও গল্প’ শীর্ষক এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা শরণার্থী, বিশেষ করে নারী ও শিশুদের জীবনের নানা মুহূর্ত আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেনমার্কের রাষ্ট্রদূত মিকাইল হেমনিতি উইন্থার, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পোসহ জাতিসংঘ ও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ।

এএ