গাজীপুর সিটি কর্পোরেশনের বাঘিয়া এলাকায় সদু মন্ডল (৫৫) নামে এক ইটভাটা মালিক খুন হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত সদু মন্ডল বাঘিয়া এলাকার কলিম উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে সদু মন্ডলের সঙ্গে তার পরিবারের শেষবারের মতো যোগাযোগ হয়। রাতেও তিনি বাসায় ফেরেননি। রোববার সকালে বাঘিয়া এলাকায় বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে ভেকু দিয়ে মাটি কাটা ৩০ থেকে ৪০ ফুট গভীর গর্তে সদু মন্ডলের মরদেহ পরে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশে খবর দেয়া হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তার হাত, পা ও গলায় রশি দিয়ে বাঁধা ছিলো।
স্থানীয় কাউন্সিলর মো. আজহারুল ইসলাম মোল্লা জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ ওই গর্তে ফেলে পালিয়ে গেছে। সদু মন্ডল ইটভাটার ব্যবসা করতেন।
জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. মোবারক হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/এমএস