শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল হবে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান বাণিজ্য কেন্দ্র।
তিনি বলেন, আমরা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছি। এমন এক সময় আসবে যখন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ বাংলাদেশে কাজ করতে আসবে।
রোববার বিকেলে বরগুনার তলতলী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় শিপ বিল্ডিং ও শিপ রিসাইক্লিংয়ের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে তালতলী উপজেলা মাঠে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর ঘিরে বিশ্বজুড়ে যে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তেমনি এ স্থানে শিপ বিল্ডিং ও শিপ রিসাইক্লিং শিল্প নির্মাণ করা হয়েছে। পায়রা বন্দর ও শিপ বিল্ডিং ও শিপ রিসাইক্লিং শিল্পকে কেন্দ্র করে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান বাণিজ্য কেন্দ্র গড়ে উঠবে।
তিনি বলেন, এভাবেই একের পর এক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে ২০১৮ সালের শেষে বাংলাদেশ একটি মধ্যমআয়ের দেশে পরিণত হবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। এভাবেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর সোনার বাংলা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডবোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সম্পাদক আলহাজ মো. জাহাঙ্গীর করিব, বরগুনার জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান ও পুলিশ সুপার বিজয় বসাক প্রমুখ।
মোঃ সাইফুল ইসলাম মিরাজ/এএম/আরআইপি