দেশজুড়ে

এখনও চাল পাননি জেলেরা

মার্চ-এপ্রিল দুই মাস ভোলার অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় মৎস্য বিভাগ জেলেদের জন্য ৪০ কেজি করে চাল বিতরণের প্রণোদনা দিলেও সদর উপজেলার পূর্ব ইলিশার জেলেরা এখনও সেই চাল পাননি।

জানা গেছে, তিন সপ্তাহ আগে পূর্ব ইলিশা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ৬৪ মেট্রিক টন চাল সদর উপজেলা থেকে ৭নং ওয়ার্ড সদস্য ফখরুল গ্রহণ করেন কিন্তু চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান মিয়া চাল বিতরণে কোনো উদ্যেগ গ্রহণ না করায় নিষেধাজ্ঞার ১২ দিন পার হলেও এখনও সেই চাল বিতরণের ব্যবস্থা নেয়া হয়নি।

এছাড়া জানুয়ারি থেকে মার্চে প্রান্তিকের বিধাব, পঙ্গু ও বয়স্কভাতার টাকা ইউনিয়ন পরিষদের অনুকূলে ৩ মাস আগে দেয়া হয়েছে। অথচ এখন পর্যন্ত উপকারভোগীরা ভাতার টাকা পাননি। এতে চরম ক্ষোভ বিরাজ করছে তাদের মাঝে। এ ব্যাপারে চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান মিয়াকে একধিকবার ফোন করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এদিকে শনিবার সন্ধ্যায় পূর্ব ইলিশায় স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার পর স্থানীয়রা অভিযোগ করলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অসন্তোষ প্রকাশ করেন।

আদিল হোসেন তপু/এফএ/জেআইএম