গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে অজ্ঞাত এক শিশুর (৭) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নান্দিয়া সাঙ্গুইন গ্রামের বানার ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থল ত্রিমোহনী নদীর পাড় থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার এসআই মো. মনিরুজ্জামান মিয়া জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির গলা কাটা ছিল। ধারণা করা হচ্ছে শিশুটিকে অন্য কোথাও হত্যা করে মরদেহ এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের শরীরে কোনো কাপড় ছিল না।
ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আমিনুল ইসলাম/এফএ/জেআইএম