দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে এমপি দবিরুলের বাড়িতে ডাকাতি

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলামের বালিয়াডাঙ্গির বাসভবনে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এমপি দবিরুল ইসলামের ছোট ভাই মোহাম্মদ আলী বলেন, ডাকাতরা বাসার আটটি কক্ষের জিনিসপত্র তছনছ করেছে। স্বর্ণালংকারসহ বেশ কিছু গুরুত্বপুর্ণ মালামাল লুট করে নিয়ে গেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার লোল পুকুরের পশ্চিম পাশের এক বাঁশঝাড় থেকে ডাকাতির সময় ব্যবহৃত সাবল, গহনার বাক্স, মুখোশ, বোমাসহ সামান্য কিছু মালামাল জব্দ করেছে।

বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমার জানান, একজন এমপির বাসায় ডাকাতির ঘটনা দুঃখজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক আখতারুজ্জামান জানান, ঘটনাটি তদন্তের জন্য পুলিশকে বলা হয়েছে।

রবিউল এহসান রিপন/আরএআর/জেআইএম