দেশজুড়ে

ট্রাকের ধাক্কা, মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল মৌরি আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর। এ সময় আহত হন শিশুটির মা মুক্তা আক্তার (৩০)।

শুক্রবার দুপুর নাগাদ দেবীগঞ্জ-ঝাড়বাড়ি উপজেলা সড়কের গালান্দি বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামের রাসেল রানার।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মা ও মেয়ে একটি অটোরিকশায় দেবীগঞ্জ উপজেলা সদরের দিকে যাচ্ছিল। তারা গালান্দি বাজারের কাছে আসলে একটি দ্রুতগামী ট্রাক অটোটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। মারাত্মক আহতাবস্থায় উদ্ধার করে শিশুটির মাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে।

দেবীগঞ্জ থানা পুলিশের ওসি মো. আমিনুল ইসলাম ট্রাক চাপায় এক শিশু নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

সফিকুল আলম/জেএইচ