দেশজুড়ে

মৌলভীবাজারে আসামির কোপে পুলিশ আহত

মৌলভীবাজারে ওয়ারেন্টভুক্ত আসামি জালাল মিয়াকে (৪০) ধরতে গিয়ে তারই দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন পুলিশের এএসআই বিকাশ চন্দ্র দে (৪৫)। এ ঘটনায় আসামিকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ২টার দিকে নাজিরাবাদ ইউনিয়নের নায়ারনপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

আসামি জালাল নাছিরাবাদ ইউনিয়নের নারায়নপাশা গ্রামের মৃত ছন্দু মিয়া ছেলে।

মৌলভীবাজার সদর সাকের্লের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম জাগো নিউজকে জানান, গুরুতর আহত অবস্থায় বিকাশকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয় । পরে তার অবস্থার অবনতি হলে হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় পাঠানো হয়।

রিপন দে/আরএ/পিআর