দেশজুড়ে

পাকসেনার আদলে ভাস্কর্য, সমালোচনার ঝড়

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারের চৌরাস্তা মোড় গোলচত্বরে পাকিস্তানি সেনাদের আদলে একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে। এ নিয়ে এলাকাবাসীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। দ্রুত ভাস্কর্যটি অপসারণ করে মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংবলিত ভাস্কর্যটি স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থ বছরে ১৫ লাখ ব্যয়ে ভাস্কর্যটি উপজেলার প্রসাদপুর বাজারের চৌরাস্তা মোড় গোলচত্বরে তৈরি করা হয়েছে। গোলচত্বরে বেষ্টনীর মধ্যে পিলারের ওপর পূর্ব-পশ্চিম করে দুটি মূর্তি স্থাপন করা আছে। যার দুটি পাকিস্তানি সেনাদের আদলে তৈরিকৃত।

সুলতান আহমেদ নামে একজন তার ফেসবুকে লিখেছেন, ‘কিছুই না, এই প্রতিকৃতি অতি দ্রুত সরাতে হবে। এই মাসে (মার্চ) এ ধরনের প্রতিকৃতি মাথা তুলে দাঁড়িয়ে থাকবে তা হয় না। যারা ভুল করেছে। কর্তৃপক্ষ অতি দ্রুত সমাধান করতে হবে।

নওগাঁ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা ডা. ইকরামুল বারী টিপু বলেন, এটা আসলে মুক্তিযুদ্ধের কোনো ভাস্কর্য কিনা তা এখনো কর্তৃপক্ষ ঘোষণা করেনি। তবে এটা যে মুক্তিযুদ্ধের পক্ষের কোনো স্মারক নয়, তা মনে করবার মতো কিছু হয়নি।

মান্দা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, আমি এ ভাস্কর্যের তীব্র প্রতিবাদ জানাই। এটা মুক্তিযোদ্ধার আদলে তৈরি করা হয়নি। এটা সম্পন্ন পাকসেনাদের আদলে তৈরি করা হয়েছে। তাদের মূর্তি কেন এখানে তৈরি করা হয়েছে। এটি সত্যিই দুঃখজনক। এটা দ্রুত অপসারণের দাবি জানাই।

এদিকে, নওগাঁ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহবুবর রহমান বিষয়টি দেখার পর মন্তব্য করবেন বলে জানিয়েছেন।

আব্বাস আলী/এএম/আরআইপি