গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর এলাকা থেকে মহিম উদ্দিন ব্যাপারী (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুন্দরগঞ্জ পৌর শহরের হুড়াভায়াখাঁ গ্রামের নিজ বাড়ি থেকে শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মহিম উদ্দিন হুড়াভায়াখাঁ গ্রামের বাসিন্দা।স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, মহিম উদ্দিন শুক্রবার রাতের যে কোনো সময় তার নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। শনিবার পরিবারের লোকজন তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, এ ঘটনায় মহিম উদ্দিনের ছেলে বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেছেন। পুরো ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে।অমিত দাশ/এসএস/আরআই