টানা দুই দিনের বর্ষণে বান্দরবান-কেরানীহাট সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যদিকে, পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকাল থেকে বান্দরবান-কেরানীহাট সড়কের বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা এলাকায় সড়কে পানি উঠে পড়ায় সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাস্তার উভয় পাশে আটকে পড়েছে অর্ধ-শতাধিক গাড়ি।বান্দরবান পূরবী বাসের ম্যানেজার মহসিন বলেন, সড়কে পানি উঠায় বিকাল থেকে চট্টগ্রামের উদ্দেশ্য যাত্রা করা গাড়ি চলানো বন্ধ করে দেওয়া হয়েছে।এদিকে, টানা বর্ষণে জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে জেলা-উপজেলার নিম্নাঞ্চলের কয়েকশ ঘরবাড়ি তলিয়ে গেছে। নদী তীরবর্তী ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে জেলা প্রশাসন থেকে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। তাদের জন্য প্রাথমিকভাবে ৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। অন্যদিকে, লামা উপজেলার মধু ঝিড়ি এলাকায় দুপুরে পাহাড় ধসের একটি ঘর বিধ্বস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি।বান্দরবান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে গিয়ে নিরাপদ আশ্রয় নিতে প্রচারণা চালানো হচ্ছে। সৈকত দাশ/এআরএ/আরআইপি