চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাউসনগরে বাবা হত্যার দায়ে ছেলে ও মাসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। বুধবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার হাউসনগর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী শাহারবানু (৪৪) ও ছেলে আব্দুল হাকিম (২৫), অপর চার আত্মীয়-রিয়াজুল ইসলাম (৫২), মতিউর রহমান (৪০), হাবিবুর রহমান (৩৫) ও এরফান আলীর স্ত্রী হাজেরা বেগম (৪০)।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পিপি আঞ্জুমান জানান, আব্দুর রহমানের স্ত্রী শাহারবানু তার ভাই মতিউর রহমানকে ৭০ হাজার টাকা ধার দেয়। সে টাকা ফেরত দিতে অনিহা প্রকাশ করে মতিউর। এ নিয়ে আব্দুর রহমানের সঙ্গে তাদের মনোমালিন্য হয়। এর জের ধরে ২০১২ সালের ২ ফেব্রুয়ারি রাত ১১টায় আব্দুর রহমানের স্ত্রী, ছেলে ও অন্যান্য আত্মীয়-স্বজন মিলে আব্দুর রহমানকে শ্বাসরোধ করে হত্যার পর দুই পা রশি দিয়ে বেঁধে দাইপুকুরিয়ায় একটি বাগানের আম গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। পরদিন স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ আব্দুর রহমানে মরদেহ উদ্ধার করে। ওই দিনই নিহত আব্দুর রহমানের ভাই রফিকুল ইসলাম ছয়জনকে অভিযুক্ত করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মো. আব্দুল্লাহ/ আরএ/পিআর