মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ‘অসার হুমকি’র জবাবে শুক্রবার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। গত ১৪ জুলাইয়ের ঐতিহাসিক পরমাণু চুক্তি ইরান মেনে চলতে না পারলে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার আভাস দেয়ায় ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সামরিক শক্তি প্রয়োগের বিষয়ে আবারো কথা বললেন।একে অপ্রয়োজনীয় ও অসার হুমকি হিসেবে বর্ণনা করে তিনি বলেন, আমেরিকার উচিত পুরনো অভ্যাস পরিত্যাগ করা এবং ইরানের জনগণের বিরুদ্ধে সব ধরণের হুমকিমূলক ভাষা ও অবরোধ প্রত্যাহার করা।ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হওয়া সত্ত্বেও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টারসহ বেশ কয়েকজন কর্মকর্তা আভাস দিয়েছেন তেহরান চুক্তির শর্তাবলী মানতে না পারলে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি এখনও বিবেচনাধীন আছে। উল্লেখ্য গত ১৪ জুলাইয়ের চুক্তি অনুযায়ী ইরান পশ্চিমা অবরোধ তুলে নেয়ার বিনিময়ে তার পরমাণু কর্মসূচি বাতিল করায় সম্মত হয়েছে।একে/এমআরআই