রাজবাড়ী জেলার অর্ন্তগত পাঁচটি থানা এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার বিকেল পর্যন্ত গত দশ দিনে ৯৩টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। একই সঙ্গে আদায় করা হয়েছে কয়েক লক্ষাধিক টাকা জরিমানা।জানা গেছে, জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করার লক্ষ্যে গত ১৫ জুলাই থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান শুরুর আগে চলতি বছরের জুন মাসে মাইকিং এবং পত্রিকায় সতর্ক বার্তা প্রদান করা হয়েছিল। সেসময় শতশত মোটরসাইকেল মালিক মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করেছেন। যদিও মোটরসাইকেল রেজিস্ট্রেশন করা নিয়ে রাজবাড়ীর বিআরটিএ এর কর্মকর্তাদের বিরুদ্ধে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল।রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম জাগো নিউজকে জানান, জেলাতে রেজিস্ট্রেশনবিহীন কোনো মোটরসাইকেল চলার সুযোগ নেই। যাদের মোটরসাইকেলের রেজিস্ট্রেশন হয় নাই তাদেরকে দ্রুত রেজিস্ট্রেশন করার আহ্বান জানান তিনি। রেজিস্ট্রেশনের জন্য জমাকৃত টাকার রশিদ (বিআরটিএ) সঙ্গে থাকলে ওই মোটরসাইকেলটি অভিযানের সময় আটক করা হবে না। মোটর সাইকেল ক্রয়ের সময় মালিকদেরকে রেজিস্ট্রেশন করে চালানোর পরামর্শ দেন। এ আটক অভিযান অব্যহত থাকবে বলে জানা গেছে।রুবেলুর রহমান/এমজেড/এমএস