দেশজুড়ে

দেবরের ছোড়া অ্যাসিডে দগ্ধ ভাবি

পটুয়াখালীতে এসিড নিক্ষেপ করে দুই সন্তানের জননী শিরিন সুলতানার (৩০) মুখ ঝলসে দিয়েছে দেবর আব্দুল লতিফ। শনিবার সকালে শহরের কোর্ট সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে। দগ্ধ শিরিন বরগুনা সদর উপজেলার গাবতলী গ্রামের রাজযোগালী আবু তালেবের স্ত্রী।

শিরিনের ছেলে শাইমুন ইসলাম রাহাত বলেন, আমিও আমার বোন ঢাকায় পড়াশুনা করি। মা ফরিদপুর আটরশি পীর সাহেবের মাজারে কাজ করে সেখানে থাকেন। বেশ কয়েকদিন আগে চাচা মায়ের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেয়। পরে চাচা ওই টাকা ফেরৎ দিতে জামেলা করলে ছয় মাস আগে মা পটুয়াখালী আদালতে একটি মামলা করেন। কিছুদিন আগে চাচা আব্দুল লতিফ মাকে পাওনা টাকা ফেরৎ দেবার কথা বলে এবং বিনিময়ে মামলা উঠিয়ে নিতে বলেন। এতে মা রাজি হয়। সে মোতাবেক আজ ফরিদপুর থেকে মায়ের সঙ্গে চাচা আব্দুল লতিফ, চাচাতো ভাই ইমরান ও আরেক চাচা নজরুল বাসে পটুয়াখালীতে পৌঁছায়। পরে কোর্ট সংলগ্ন মাঠে নিয়ে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

রাহাত বলেন, ঘটনার পর চাচাই আমাকে ফোন করে মায়ের অবস্থার কথা জানায় এবং হুমকি দেয়। খবর পেয়ে মাকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করি।

তবে অভিযুক্ত ব্যক্তির ছেলে ইমরান বলেন, এটি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র , আমরা এর কিছুই জানি না।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত করর্মকর্তা (ওসি) তদন্ত আবুল বাশার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএ/জেআইএম