দেশজুড়ে

জামায়াতের পেছনে সিল লেগে গেছে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াত বাংলাদেশে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করছিল। আমরা যারা তার সঙ্গে জড়িয়েছি তারা কিন্তু একটা স্বপ্ন দেখেছিলাম।

তিনি বলেন, জামায়াত ইসলাম দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কারণ তাদের পেছনে সিল লেগে গেছে। তাহলো স্বাধীনতাবিরোধী সিল।

রোববার দুপুরে বাগেরহাট শহরের খারদ্বার মাদরাসায় ইসলামী আন্দোলন বাগেরহাট জেলা শাখা আয়োজিত ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন তিনশ আসনে প্রার্থী দেবে। এ সময় তিনি বাগেরহাটের চারটি সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে তাদের পরিচয় করিয়ে দেন।

বাগেরহাট জেলা সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে ওলামা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ছারছীনা দরবার শরিফের পীর মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী, ইসলামী আন্দোলনের নায়েবে আমির হাফেজ মাওলানা মো. আব্দুল আউয়াল, ফজলুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মো. আব্দুল মজিদ, ইসলামী আন্দোলন খুলনা মহানগরীর সভাপতি মাওলানা মো. মুজ্জাম্মিল হক, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি জিএম রুহুল আমিন, যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাওলানা মো. নেছার উদ্দিন ও ইসলামী আইনজীবী সমিতির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিয়ার রহমান প্রমুখ।

শওকত আলী বাবু/এএম/আরআইপি