মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় এ সময় মিষ্টি বিনিময় করা হয়।
বিজিবি হিলি আই সি পি কোম্পানি কমান্ডার সুবেদার আবু নাছের ভারতের বিএসএফ হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর হ্যাপনি কাশীর হাতে মিষ্টি তুলে দেন। পরবর্তীতে বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দেয়া হয়।
কোম্পানি কমান্ডার সুবেদার আবু নাছের জানান, উভয় দেশের সীমান্ত রক্ষীদের মাঝে বিরাজমান সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে। এ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে ৫ প্যাকেট মিষ্টি ও ৩ প্যাকেট উপহার দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় তারাও আমাদের এক প্যাকেট মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে।
এমদাদুল হক মিলন/আরএ/এমএস