লাইফস্টাইল

মসুর ডালের চচ্চড়ি

গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে বেশ লাগে মসুর ডালের চচ্চড়ি। এটি রাঁধতে অল্পকিছু উপকরণ লাগে আবার সময়ও কম দরকার হয়। তাই চাইলে খুব সহজেই রাঁধতে পারেন মসুর ডালের চচ্চড়ি। রইলো রেসিপি-

আরও পড়ুন: লইট্যা শুঁটকি ভুনা

উপকরণ: মসুর ডাল ১ কাপ, বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি সিকি কাপ, বেরেস্তার জন্য রসুন কুচি ১ টেবিল চামচ (উঁচু), আস্ত রসুন কুচি ৮/১০ কোয়া, জিরা বাটা ১ চা চামচ, কাঁচামরিচ ফালি ৫/৬টা, আস্ত জিরা আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, তেল সিকি কাপ, লবণ পরিমাণমতো।

আরও পড়ুন: গরুর মাংসের দোপেঁয়াজা

প্রণালি: কড়াইতে অল্প তেল দিয়ে পেঁয়াজ ও রসুন কুচির বেরেস্তা তৈরি করে তুলে রেখে ওই তেলে জিরা ফোঁড়ন দিয়ে সব মসলাসহ ডাল দিতে হবে। ডাল দিয়ে কিছুক্ষণ বসিয়ে অল্প পানি দিয়ে ঢেকে রাখতে হবে। ডাল মাখা মাখা হবে।

ডাল নামানোর আগে বেরেস্তা ওপরে ছড়িয়ে দিতে হবে।

এইচএন/জেআইএম