মেহেরপুরে আবারো গণহিস্টোরিয়ায় আক্রান্ত সদর উপজেলার হাতিভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অন্তত ২৫ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ২০ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, সকালে স্কুলে ক্লাস চলাকালীন সময় সপ্তম শ্রেণির ছাত্রী রিনা খাতুন প্রথম অচেতন হয়ে পড়ে। এরপর একে একে বিভিন্ন শ্রেণির ২৫ জন ছাত্রী অচেতন হয়ে পড়ে। এ সময় তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান জানান, মানসিক ও শারীরিকভাবে দুর্বল মেয়েরা এই রোগে আক্রান্ত হয়। গণহিস্টোরিয়ায় (মাসসাইকোসিস) আক্রান্ত হয়ে ছাত্রীরা হাসপাতালে আসলে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এই রোগে একজন আক্রান্ত হলে তার দেখাদেখি অন্যরাও আক্রান্ত হয়ে পড়ে।
এর আগে মঙ্গলবার দুপুরে একই স্কুলে ৩৫ জন ছাত্রী গণহিস্টোরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে তাদের চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়।
আসিফ ইকবাল/এএম/পিআর