জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর গ্রামে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী-স্ত্রী মধ্যে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ফকির পাড়ার সাইফুল ইসলাম (২৪) ও তার স্ত্রী মনি আক্তার (২০)।
আক্কেলপুর থানা পুলিশের উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, বুধবার রাতে বাড়ির পাশে এক গাছ থেকে স্বামী সাইফুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে অন্য একটি গাছে স্ত্রী মনি আক্তারের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে দুপুরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। তবে ঠিক কি কারণে তারা আত্মহত্যা করেছে এ বিষয়ে কেউ কিছু বলতে পারেনি।
রাশেদুজ্জামান/এএম/জেআইএম