পিরোজপুর জেলার পৃথকস্থানে অভিযান চালিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ভান্ডারিয়া, জিয়ানগর, মঠবারিয়া ও সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, পিরোজপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুস সত্তার শেখ, জিয়ানগর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খান মুহাম্মাদ নাছির উদ্দিন, জেলা ছাত্র দলের সদস্য আলী আহম্মেদ তুষার, ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসান আরিফ, মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলটন, পিরোজপুর সদর উপজেলা যুবদল সদস্য আল-আমিন ও ছাত্রদল সদস্য ফিরোজুল ইসলাম। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কারো কারো বিরুদ্ধে দ্রুত বিচার আইনসহ বিভিন্ন আইনে মামলা রয়েছে।এদিকে, পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। আলমগীর হোসেন বলেন, প্রশাসন তার নিরপেক্ষ ভূমিকার মাধ্যমে সকল সাধারণ নেতাকর্মীদের হয়রানি বন্ধ করবে। হাসান মামুন/এআরএ/এমআরআই