গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা এলাকায় জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- শামীম ইসলাম, আল আমিন ও মো. জাহিদ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে গাজীপুর পুলিশ সুপার হারুন অর রশিদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গাজীপুর মহানগরের চান্দনা এলাকায় সি ব্লকের ৬৮১নং বাড়ির ৪ তলায় অভিযান চালিয়ে ৫ লাখ ৮১ হাজার জাল টাকা, একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, টাকা তৈরির কাগজ, জাল টাকা তৈরির বিভিন্ন ধরনের সরঞ্জাম ও কেমিক্যাল জব্দ করে। এ সময় জালিয়াতি চক্রের তিন সদস্যকে আটক কা হয়।
গাজীপুর পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, ঈদকে সামনে রেখে সক্রিয় এই জালিয়াতি চক্রটি জাল টাকা তৈরি ও মজুদ করছিল। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে পুলিশ কাজ করে যাচ্ছে। খুব শিগগিরই তাদেরকে আটক করে বিচারের আওতায় আনা হবে।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর