নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীর ঠেঙ্গারচরে ঝড়ের কবলে পড়ে মালা বোঝাই খাজা আজমীর নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কার্গোর মালিক মো. আলাউদ্দিন জাগো নিউজকে জানান, চট্রগ্রাম থেকে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা কার্গো খাজা আজমীর ঠেঙ্গারচরের কাছে বঙ্গোপসাগর-মেঘনা নদীর মোহনায় আসা মাত্রই ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় কার্গোতে থাকা সারেংসহ ১০ জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করে ঠেঙ্গারচরে নিয়ে আসে।
মিজানুর রহমান/আরএ/এমএস