দেশজুড়ে

হাতিয়ার ঠেঙ্গারচরে মালবাহী কার্গো ডুবি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীর ঠেঙ্গারচরে ঝড়ের কবলে পড়ে মালা বোঝাই খাজা আজমীর নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কার্গোর মালিক মো. আলাউদ্দিন জাগো নিউজকে জানান, চট্রগ্রাম থেকে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা কার্গো খাজা আজমীর ঠেঙ্গারচরের কাছে বঙ্গোপসাগর-মেঘনা নদীর মোহনায় আসা মাত্রই ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় কার্গোতে থাকা সারেংসহ ১০ জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করে ঠেঙ্গারচরে নিয়ে আসে।

মিজানুর রহমান/আরএ/এমএস