গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে। নিহত নজরুল ইসলাম (৫১) নজরুল ইসলাম জয়পুরহাটের আক্কেলপুর থানার দুলালী এলাকার রমজান আলীর ছেলে। শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর কারাগারের জেলার মো. বিকাশ রায়হান জানান, নজরুল ইসলাম একজন হৃদরোগী। তিনি শবিার দুপুরে কাশিমপুর কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে প্রথমে কারা হাসপাতাল ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পরামর্শ দেন। সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নজরুল ইসলাম ২০১২ সালের আক্কেলপুর থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। গত ২০১৭ সালের ২৫ জুলাই তাকে কাশিমপুর কারাগারে আনা হয়।
মোঃ আমিনুল ইসলাম/এএম/পিআর