এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে নেত্রকোনার মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের বিএম শাখার তিন শিক্ষার্থী রেজিস্টেশন কার্ড ও প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। অপরদিকে একই কলেজের ৩৮ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন কার্ড ছাড়াই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এতে অভিভাবক ও শিক্ষার্থীরা দুশ্চিন্তায় ভুগছেন।
পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থী তোফায়েল চৌধুরী, ইয়াছির আরাফাত ও স্বর্ণা আক্তার জানায়, তারা যথা সময়ে মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজে ফরম পূরণ করেছে। সোমবার মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ কেন্দ্রে গেলে কলেজ অধ্যক্ষ তাদের তিনজনের রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র আসেনি বলে জানান। তবে পরবর্তী পরীক্ষায় তারা যাতে অংশ নিতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন।
কলেজ অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম গাজী তিনজনের প্রবেশপত্র ও ৩৮ জনের রেজিস্টেশন কার্ড না পাওয়ায় বিষয়টি নিশ্চিত করে জানান, বাকি বিষয়গুলোতে যাতে তারা অংশগ্রহণ করতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালীউল হাসান বলেন, কেন্দ্র সচিব ও অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম গাজীর নিকট রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কামাল হোসাইন/আরএআর/পিআর