এইচএসসি ও সমমানের ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় গাইবান্ধায় ৩টি কেন্দ্রে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৫৮ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার পরীক্ষা চলাকালীন গোবিন্দগঞ্জ, ফুলছড়ি ও সাদুল্লাপুর উপজেলার পরীক্ষা কেন্দ্র থেকে তাদেরকে বহিষ্কার করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার অফিস সহকারী হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, আজ পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া নুরুল হক ডিগ্রি কলেজ কেন্দ্রে একজন, ফুলছড়ি উপজেলার বুড়াইল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে তিনজন এবং সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট শাহ আজগর আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এর আগে ফুলছড়ি উপজেলার বুড়াইল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে থেকে গত ২ এপ্রিল বাংলা ১ম পত্রের পরীক্ষায় একজন এবং ৩ এপ্রিল বাংলা ২য় পত্রের পরীক্ষায় একজনকে বহিষ্কার করা হয়। এছাড়া বাংলা ১ম পত্রের পরীক্ষায় ২৮৭ জন ও বাংলা ২য় পত্রের পরীক্ষায় ১৪৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
রওশন আলম পাপুল/এএম/পিআর