লালমনিরহাটের হাতীবান্ধায় সাদিয়া আফরোজ নীনা (২৪) নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এক নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় হাতীবান্ধা থানা থেকে কড়া নিরাপত্তায় তাকে লালমনিরহাট পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে উপজেলার ধুবনী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাদিয়া ওই গ্রামের নুরল ইসলামের মেয়ে ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান শাখার অনার্স ৪র্থ বর্ষের ছাত্রী বলে নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক।
পুলিশ জানায়, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার রাত পৌনে ১১টার দিকে সাদিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় লালমনিরহাটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-বি) হোসেন শহীদ সোহরাওয়ার্দীসহ হাতীবান্ধা থানা পুলিশও ওই অভিযানে অংশ নেয়। সাদিয়া আফরোজ নীনার বিরুদ্ধে ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনে (১৫(৩)/১৬(২) ধারায়) মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারের সময় সাদিয়ার কাছ থেকে পাওয়া তিনটি মোবাইল সেটে মানসিক উত্তেজনাকর ও বিভিন্ন দেশের মুসলিমদের জখমের ছবি, আগ্নেয়াস্ত্র ব্যবহারের ফুটেজ ও বিভিন্ন জঙ্গি নেতাদের ছবি ও তাদের বক্তব্যের ফুটেজ পাওয়া গেছে। সেই সঙ্গে তার মুঠোফোনে টেলিগ্রাম, অরবিট, অরফক্স নামে তিনটি অ্যাপস (ফিচার) আছে। এসব অ্যাপস ব্যবহার করে ওইসব ছবি ও ভিডিও ফুটেজের মাধ্যমে জঙ্গি সদস্যদের উদ্বুদ্ধ করে অভিযুক্ত সাদিয়া আফরোজ নীনা দেশের অভ্যন্তরে নাশকতা চালানোর পরিকল্পনা করে আসছে বলে অভিযোগ পুলিশের।
এ ব্যাপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গ্রেফতার সাদিয়া আফরোজ নীনা জেএমবির সদস্য। তার তিনটি মুঠোফোনে মানসিক উত্তেজনাকর ছবি ও ফুটেজসহ জঙ্গিদের সঙ্গে যোগাযোগ স্থাপন সংক্রান্ত বিভিন্ন অ্যাপস পাওয়া গেছে।
রবিউল হাসান/আরএআর/পিআর