দেশজুড়ে

ইয়াবাসহ গ্রাম পুলিশ আটক

সাতক্ষীরায় ইয়াবাসহ গ্রাম পুলিশ (চৌকিদার) সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরের ফুলতলা মোড় থেকে পুলিশ তাকে আটক করে।

আটক সাইফুল সদরের আলিপুর হাটখোলা গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে।

সাতক্ষীরা ইটাগাছা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের ফুলতালা মোড়ে অভিযান চালায়। সেখান থেকে আলিপুর ইউনিয়নে কর্মরত চৌকিদার সাইফুল ইসলামের দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আকরামুল ইসলাম/এফএ/এমএস