গত আসরের মতো এবারও যুব অলিম্পিকে খেলতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দল। এ স্বপ্ন নিয়ে ২৪ এপ্রিল যুবারা বাছাই পর্ব খেলতে যাচ্ছে থাইল্যান্ডে। দেশটির রাজধানী ব্যাংককে ২৫ এপ্রিল শুরু হবে ১১ দলের এ টুর্নামেন্ট। বাছাই পর্ব থেকে শীর্ষ দুটি দল খেলবে আগামী অক্টোবরে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে যুব অলিম্পিকে।
বাছাই পর্বে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। সঙ্গী মালয়েশিয়া, পাকিস্তান, চাইনিজ তাইপে, কম্বোডিয়া ও সিঙ্গাপুর। ‘এ’ গ্রুপের দলগুলো হচ্ছে- ভারত, দক্ষিণ কোরিয়া, হংকং, জাপান ও স্বাগতিক থাইল্যান্ড।
বুধবার বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক সোহানুর রহমান সবুজ বলেছেন, ‘আমরা প্রত্যাশা করছি চূড়ান্ত পর্বে উঠতে পারবো। কারণ আমাদের প্রস্তুতি ভালো হয়েছে।’
বাংলাদেশ গত আসরের বাছাই পর্বে রানার্সআপ হয়ে খেলেছিল চীনের নানজিনে যুব অলিম্পক গেমসে। ২০১৪ সালে যুব অলিম্পিকে বাংলাদেশ দশম হয়েছিল।
আরআই/আইএইচএস/বিএ