বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বললেও এরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক নয়। মুক্তিযুদ্ধের নামে আরও একটি বাকশাল করতে চায় সরকার। নিরপেক্ষ নির্বাচন দিয়ে প্রমান করুক সরকারের জনপ্রিয়তা।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার বারাদি কোল্ড স্টোর হলরুমে বিএনপির প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, পত্রপত্রিকাগুলো আর সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেনা। আদালতগুলো স্বাধীনভাবে কাজ করতে স্বক্ষম নয়। ব্যাংকগুলো দেওলিয়া হয়ে যাচ্ছে। এ অবস্থা দূর করতে দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে রয়েছে।
জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিএনপির সহ সাংগাঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, খুলনা বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুন্ডু। এছাড়া সভায় বিএনপির নেতাকর্মীরা অংশ নেয়।
আসিফ ইকবাল/আরএ/জেআইএম