টাঙ্গাইলের ঘাটাইলে অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম জিহাদ (১৮) নামে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত প্রতারক চক্রের এক সক্রিয় সদস্য গ্রেফতার করছে র্যাব। বুধবার রাতে উপজেলার চকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসে ব্যবহৃত মোবাইল ফোন ও ২৭টি প্রশ্নপত্রের স্ক্রিনশর্টের ছবি জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকালে র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানির কমান্ডার মেজর রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব কমান্ডার রবিউল ইসলাম বলেন, চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার অত্যন্ত কঠোর পদক্ষেপ নিয়েছেন। যাতে কোনোভাবে আর প্রশ্নপত্র ফাঁস হতে না পারে। এ স্বত্তেও কিছু দুষ্কৃতিকারী চক্র সামাজিক যোগাযোগের মাধ্যমে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রদানের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের পরিকল্পনা করছে। এর ধারাবাহিকতায় ও গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চকপাড়া গ্রামে অভিযান চালিয়ে বুধবার রাতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসে ব্যবহৃত মোবাইল ফোন ও ২৭ প্রশ্নপত্রের স্ক্রিনশর্টের ছবি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত রবিউল ওই এলাকার হুমায়ুন কবিরের ছেলে।
আরিফ উর রহমান টগর/আরএ/পিআর