মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর সেতুর ওপর বাসচাপায় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার সন্ধ্যা ৭টার দিকে পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর সেতুর ওপর এ ঘটনা ঘটে। নিহত মো. দুলাল (৪০) কুড়িগ্রাম জেলার উলিপুর গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন- ঢাকার জুরাইন এলাকার মো. মাহামুদ মিয়ার ছেলে মো. উজ্জ্বল (৪০), মো. আব্দুর গফুরের ছেলে আব্দুল লতিফ (৫৫) ও মৃত মাওলা মন্ডলের মেয়ে নারগিস আক্তার (৩০)।
স্থানীয় সূত্র জানায়, মুন্সীগঞ্জ সদরের গজারিয়াকান্দি গ্রামের শহরআলী পাগলার মাজার থেকে আটোরিকশাযোগে নারায়ণগঞ্জ যাওয়ার পথে বরিশালগামী অন্তরা পরিবহন বাস তাদের চাপা দেয়।
এ সময় আটোরিকশাতে থাকা মো. দুলাল নিহত হন এবং আহত অবস্থায় মো. উজ্জ্বল, আব্দুল লতিফ ও নারগিসকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের এসআই মো. ইলিয়াস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। আহত উজ্জ্বলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আরআইপি