অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম’এ ‘শেকলবন্দি জীবন, কেটে গেল ২২ বছর’ শিরোনামে সংবাদ প্রকাশের পর মানসিক প্রতিবন্ধী চাঁনমিয়াকে একটি সরকারি সহায়তা কার্ড দিয়েছেন শ্রীপুর সমাজ সেবা কার্যালয়।
তাকে নিয়ে আগের সংবাদটি পড়তে ক্লিক করুন : শিকলবন্দি জীবন, কেটে গেল ২২ বছর
সোমবার শ্রীপুর পৌর এলাকার দক্ষিণপাড়া গ্রামের রেললাইন ঘেঁষা ছোট্ট ঘরে সরকারি সহায়তা কার্ড পৌঁছে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম।
আরও পড়ুন : স্বপ্ন পূরণ হলো ৯০ বছর বয়সী নয়তন নেছার
শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান, সংবাদকর্মীদের মাধ্যমে এ অসহায় প্রতিবন্ধীর সংবাদ পাওয়া মাত্রই তাকে সরকারের সামাজিক কর্মসূচিতে অর্ন্তভূক্ত করার প্রক্রিয়া শুরু করে সহায়তা কার্ড দেয়া হয়েছে। এখন থেকে তিনি প্রতি মাসে সরকারি সহায়তা পাবেন।
আরও পড়ুন : ৯০ বছরের নয়তন নেছার সঙ্গেও ধোঁকাবাজি
মানসিক প্রতিবন্ধী চাঁন মিয়ার মা মাজেদা খাতুন জানান, সরকারি এ সহায়তার ফলে আমরা একটু আলোর মুখ দেখবো।
আরও পড়ুন : ৮ বছর ধরে শেকলে বাঁধা রাহিম
শিহাব খান/এমএএস/পিআর