খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক (নৌকা) ও ২০ দলীয় জোট প্রার্থী (ধানের শীষ) প্রতীকের নজরুল ইসলাম মঞ্জুসহ অন্যান্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দিকে নির্বাচন অফিস থেকে প্রতীক গ্রহণ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এরপর তিনি দলীয় কার্যালয়ে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এসময় তার সঙ্গে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক শেখ হারুনার রশীদ, সমন্বয়কারী এসএম কামাল হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী আমিনুল হক।
এদিন ভোরে ফজরের নামাজ আদায়ের পর টুটপাড়া কবরস্থানে বাবা-মার কবর জিয়ারত করেন ২০ দলীয় জোট প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এরপর সকাল সাড়ে ৯টার দিকে বয়রাস্থ নির্বাচন অফিস থেকে নির্বাচনী প্রতীক গ্রহণ করেন মঞ্জু। এর পর তিনি দলীয় কার্যালয়ে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। দোয়া শেষে মহানগরীর প্রাণকেন্দ্রে ও মূল শহরে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন মঞ্জু। এসময় তার সঙ্গে ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা ছিলেন।
আলমগীর হান্নান/আরএ/এমএস