ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে হবিগেঞ্জর নবীগঞ্জ উপজেলার সদর ইউপি চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না সে জন্য পত্র প্রাপ্তির ১০ কার্য দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
জানা যায়, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী গত ১৫ এপ্রিল সাজুকে বরখাস্তের আদেশের পত্রে স্বাক্ষর করেন। পত্রে উল্লেখ করা হয় উক্ত ইউনিয়নের ভিজিডি কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাৎ করেছেন ইউপি চেয়ারম্যান সাজু। তার বিরুদ্ধে আনীত এ অভিযোগ তদন্তে প্রমাণিতও হয়েছে। ফলে তাকে উক্ত পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। একই সঙ্গে পত্র প্রাপ্তির ১০ কার্য দিবসের মধ্যে হবিগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে জবাব দিতে বলা হয়েছে।
বরখাস্তের বিষয় নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান জানান, তিনি জেনেছেন ইউপি চেয়ারম্যান সাজুকে বরখাস্ত করা হয়েছে। তবে এখনও পত্র পাননি।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু জানান, ভিজিডি কার্যক্রমে অনিয়ম ও চাল আত্মসাতের সঙ্গে তিনি জড়িত নন। তিনি ষড়যন্ত্রের শিকার।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএ/জেআইএম