মুন্সীগঞ্জ সদর উপজেলার ইদ্রাকপুর এলাকার একটি মাদরাসা থেকে আবু সাঈদ (১৭) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় স্থানীয় একতিদিয়া হাফিজিয়া মাদরাসার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত আবু সাঈদ ওই মাদরাসা জামে মসজিদের ঈমাম সাইদুর রহমানের ছেলে এবং শহরের কাটাখালী এলাকার আদর্শ মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী।
মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ঈমান আলী বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে শহরের ইদ্রাকপুর এলাকার একতিদিয়া হাফিজিয়া মাদরাসার একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ছেলেটি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/জেআইএম