প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, লেখাপড়ায় কত ফাঁকি দিয়েছি, হায়রে খোদা। নামাজ কাজা করেছি। সত্য কথা বলতেছি- আল্লাহ মাফ করুক।
তিনি বলেন, তবে একটা জায়গায় ফাঁকি দেইনি। সেটা হলো রাজনীতি। কখনও দলের কাজে কোনো অজুহাত দেখাইনি। আজকে পুলিশ দেখতেছি রাস্তায় মিছিলে যাব না। আমার কোমরে ব্যথা, মিছিলে যাব না। এসব কথা আমি জীবনে বলিনি।
বৃহস্পতিবার সকালে পিরোজপুরের টাউন ক্লাব মাঠের স্বাধীনতামঞ্চে শতভাগ শিশু ভর্তি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ, মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্বুদ্ধকরণ সমাবেশে এসব কথা বলেন গণশিক্ষামন্ত্রী।
তিনি বলেন, রাজনীতিতে এসেছি একটা ভালোবাসা থেকে। এই জায়গাটায় এসেছিলাম বুঝে-শুনে। আমার না পাওয়ার কোনো বেদনা নেই। আমার বাপ-দাদারা কেউ এমপি-মন্ত্রী ছিলেন না।
সমাবেশে মায়েদের উদ্দেশ্যে গণশিক্ষামন্ত্রী বলেন, সন্তানকে পড়তে দিয়ে আপনি স্টার জলসা দেখলে তখন তার পড়া হবে না। তখন বাচ্চা শুধু পড়বে ‘দি কাউ ইজ এ ফোর ফুটেড অ্যানিমেল’। পড়া আর এগোবে না। আমার কথা কারও ভালো লাগলে সবাই মিলে শিশুদের সময় দেবেন।
তিনি বলেন, আমার বাড়ির মত আপনাদের বাড়িতেও যদি কখনও ঝগড়া হয়। ওই ভাষাটার যেন মাত্রা-জ্ঞান থাকে। এমন ভাষা যেন না হয় যা শুনতে মন্দ। বাচ্চা কিন্তু ছোট। একবার মুখস্থ করলে সে কিন্তু ওই ভাষা দিয়ে আপনাকে গালি দেবে। আপনি আপনার বাচ্চাকে বুকে রাখলে ও আপনাকে মাথায় রাখবে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ.কে.এমএ আউয়াল, শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন) সাবের হোসেন, পরিচালক (পলিসি) বিজয় ভূষণ পাল, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ ও উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক প্রমুখ।
হাসান মামুন/এএম/জেআইএম