দেশজুড়ে

লালমনিরহাটে ছাত্রলীগের নতুন কমিটি

লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে জাবেদ হোসেন বক্করকে সভাপতি ও ইয়াকুব আলীকে সাধারণ সম্পাদক করে এক বছরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ১৫ এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ছাত্রলীগ সভাপতি সোহাগ এ সম্মেলনের উদ্বোধন করেও একাধিত প্রার্থী থাকায় তা চূড়ান্তভাবে সম্পন্ন হয়নি। অবশেষে শুক্রবার এ নতুন কমিটি অনুমোদন পায়।

লালমনিরহাট জেলা ছাত্রলীগের পদপ্রার্থী ও হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ হোসেন বলেন, আমরা জেলা ছাত্রলীগের নতুন কমিটি পেয়েছি। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আজ জেলাজুড়ে শুভেচ্ছা মিছিল বের হবে।

রবিউল হাসান/এফএ/এমএস