সাতক্ষীরায় জননী কুরিয়ার সার্ভিস থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শহরের সংগীতা মোড় এলাকার সুন্দরবন মার্কেটের ভেতরের গোডাউন থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এ সময় কুরিয়ার সার্ভিসের মালামাল বহনকারী এক ভ্যানচালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি আলী আহম্মদ হাসেমী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে।
আকরামুল ইসলাম/এফএ/আরআইপি