দেশজুড়ে

নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

হবিগঞ্জে খোয়াই নদীর তীর থেকে শ্রীকৃষ্ণ শুক্লবৈদ্য (৩৫) নামে এক লন্ড্রি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যবাসয়ী লাখাই উপজেলার রাঢ়িশাল গ্রামের নগেন্দ্র শুক্লবৈদ্যের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বুল্লা বাজারে লন্ড্রি ব্যবসা করে আসছিলেন।

পুলিশ জানায়, কয়েকদিন আগে তিনি জেলা শহরের পুরানমুন্সেফী এলাকায় তার বোনের বাসায় আসেন। পরিবারের সদস্যরা বিষয়টি গত ১ মে জানতে পারেন তিনি বোনের বাসায় অবস্থান করছেন। ওইদিন থেকেই তিনি নিখোঁজ হন। বৃহস্পতিবার স্থানীয়রা সদর উপজেলার চরহামুয়া খোয়াই নদীর বেরিবাঁধে তার মরদেহ দেখতে পান। তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠান।

ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএ/জেআইএম