মেহেরপুরের গাংনী উপজেলার আনন্দবাস গ্রাম থেকে শুক্রবার সকালে জামায়াতের ৭ জনকে আটক করেছে পুলিশ। বৈঠকে নাশকতার পরিকল্পনা সন্দেহে গাংনী থানা পুলিশ তাদেরকে আটক করে।
আটকরা হলেন- গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম (৬০), সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মাও. মাহবুবুল হোসেন (৫৫), জামায়াত কর্মী আব্দুর রহিম (৫৫), আব্দুল খালেক (৫২), হাসেম আলী (৪৫), নাসির উদ্দীন (৫৮) ও মহিবুল ইসলাম (৫১)।
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলেন, তাদের নামে মামলা দিয়ে মেহেরপুর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
আসিফ ইকবাল/এফএ/এমএস