রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি হিসেবে বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার বেলা ১১টার দিকে সভাপতির চেম্বারে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।
আব্দুল্লাহ আল মামুন আগামী তিন বছর সভাপতির দায়িত্ব পালন করবেন। এর আগে ড. প্রদীপ কুমার পাণ্ডে ২০১৫ সালের ৫ মে থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্ব হস্তান্তর সময় বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ফেরদৌস সিদ্দিকী/আরএ/পিআর