দেশজুড়ে

সিরাজগঞ্জে শ্রমিকদের ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

চালককে মারপিট ও বাস চালককে আটক করে থানায় নেয়ায় সিরাজগঞ্জ শহরের সব রুটে ব্যারিকেড দিয়ে ঘণ্টাব্যাপী অবরোধ করে শ্রমিকরা।

তবে শ্রমিক নেতাদের দাবি, যাত্রী নিয়ে যাওয়ার সময় চালককে পুলিশ মারপিট করে বাসসহ থানায় আটক রাখার প্রতিবাদে এ ব্যারিকেড দেয়া হয়।

রোববার বেলা ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, বাজার স্টেশন চত্বর এলাকায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আনছার আলী অভিযোগ করে বলেন, হাসেম পরিবহনের একটি বাস সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরে যাত্রী নিয়ে যাচ্ছিল।

বাসটি এনায়েতপুর কেজির মোড় এলাকায় পৌঁছলে যানজট সৃষ্টি হয়। এ সময় বাসটির পেছনে থাকা সহকারী পুলিশ সুপারের (বেলকুচি-এনায়েতপুর সার্কেল) গাড়িটি যানজটের কবলে পড়ে।

পরে বাসচালক রনজুকে মারপিট করে এবং বাসসহ আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জ শহরে অবরোধের ডাক দেয়া হয়।

সহকারী পুলিশ সুপার (এনায়েতপুর-বেলকুচি সার্কেল) রেজা সরোয়ার বলেন, এনায়েতপুরের ব্যস্ততম এলাকা কেজির মোড়ে ওই বাসটি ঘোরানো হচ্ছিল। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ কারণে ওই গাড়িটি থানায় নিয়ে কাগজপত্র দেখতে চাওয়া হয়। তবে চালককে আটকের কথা অস্বীকার করেন তিনি।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম