বিস্ফোরক মামলায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ১৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এ আদেশ দেন।
বিএনপির নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আকবর খান স্বপন, ব্রহ্মগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক মোকাদ্দেস হোসেন, পাঙ্গাসী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল-আমিন।
আসামিপক্ষের আইনজীবী মির্জা খোয়াজ উদ্দিন জানান, সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিএনপি নেতাকর্মীরা। শুনানী শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইউসুফ দেওয়ান রাজু/আরএ/পিআর