দেশজুড়ে

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

সাতক্ষীরার দেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ সাইফুর রহমান সোহাগ নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পারুলিয়া জাকির টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সাইফুর রহমান সোহাগ দেবহাটা উপজেলা ছাত্রলীগের উপ-হাইস্কুল বিষয়ক সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি ব্যবসায়ী হাফিজুল ইসলামের ছেলে।

দেবহাটা থানার সেকেন্ড অফিসার ইয়ামিন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পারুলিয়া জাকির টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

এ ব্যাপারে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জাগো নিউজকে বলেন, ৩০ পিস ইয়াবাসহ ছাত্রলীগের একজন আটক আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আকরামুল ইসলাম/আরএআর/পিআর