পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ২০১৫ সালে আগুন সন্ত্রাস রুখে দিয়েছিল পুলিশ। যারা দেশকে পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল তাদের হাত থেকে গণতন্ত্র রক্ষা করেছে পুলিশ বাহিনী।
তিনি বলেন, দেশে এখন রাজনৈতিক হানাহানি নেই। এখন দেশের অগ্রযাত্রার প্রতিবন্ধকতা হচ্ছে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস। এ তিনটি যদি পুরোপুরি বন্ধ করা যায় তাহলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম নিরাপদ রাষ্ট্র।
বৃহস্পতিবার বিকেলে বরিশাল জেলা পুলিশ লাইনে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।
বরিশাল রেঞ্জ পুলিশ এ সমাবেশের আয়োজন করে। বিভাগের বিভিন্ন এলাকার কমিউনিটি পুলিশের সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এ সমাবেশে অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন বরিশালের ডিআইজি মো. শফিকুল ইসলাম।
জাবেদ পাটোয়ারী বলেন, জনগণের সহায়তা ছাড়া জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস বন্ধ করা যাবে না। ২০১৬ সালে হলিআর্টিজানে হামলার মাধ্যমে মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গিবাদ নির্মূল করে পুলিশ বাহিনী বিশ্বে সুনাম অর্জন করেছে। ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত গণতন্ত্র নস্যাৎকারী আগুন সন্ত্রাসীদের হটিয়ে দিয়েছে পুলিশ।
তিনি বলেন, মাদক সমস্যাটি হলো একটি সামাজিক সমস্যা। পুলিশ বাহিনীর একার পক্ষে এ সমস্যা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। তাই সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে দেশ থেকে মাদক পুরোপুরি নির্মূল করা হবে।
পুলিশ প্রধান বলেন, পুলিশের গুটিকয়েক সদস্য অপরাধের সঙ্গে জড়িত হলে তার দায়ভার গোটা পুলিশ বাহিনী নেবে না। প্রান্তিক পর্যায়ে পুলিশের নাগরিক সেবার কেন্দ্রবিন্দু হবে দেশের প্রতিটি থানা।
সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন- সংসদ সদস্য তালুকদাল মো. ইউনুস। এছাড়া বক্তৃতা করেন- বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান, মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. মাহফুজুর রহমান, ‘১৯৭১ সালে মুজিবনগর সরকারকে প্রথম রাষ্ট্রীয় অভিবাদন প্রদানকারী পুলিশ কর্মকর্তা (এসপি) মাহবুব উদ্দিন আহম্মেদ (বীরবিক্রম), বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীর প্রতীক) ও উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল প্রমুখ।
সাইফ আমীন/এএম/জেআইএম