দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা ট্রেন সুতাং ব্রিজের কাছে পৌঁছালে অজ্ঞাত এক কিশোর এর নিচে কাটা পড়ে। এ সময় তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।

শায়েস্তাগঞ্জ রেলজংশনের স্টেশন মাস্টার মো. মাসুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

কামরুজ্জামান আল রিয়াদ/এফএ/এমএস