সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের দেয়াল ও ছাদ খসে পড়ছে। ভবনের বিভিন্ন পিলারে ফাটল দেখা দিয়েছে। জরুরিভাবে সংস্কার করা না হলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা তালার শাহাপুর গ্রামের খাইরুল বাশার বাবু জাগো নিউজকে বলেন, গোটা হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের ১ম ও ২য় তলার ছাদ ও পিলারে ফাটল দেখা দিয়েছে। তালা উপজেলার তিন লক্ষাধিক মানুষের একমাত্র সরকারি চিকিৎসা সেবার এই হাসপাতালটির এমন অবস্থা হলেও কর্তৃপক্ষের কোনো মাথা ব্যাথা নেই। ব
হাসপাতালে চিকিৎসাধীন অপর এক রোগীর স্বজন তালার শিবপুর গ্রামের ইয়াছিন সরদার জানান, গতরাতে ঘুমিয়ে থাকা অবস্থায় হাসপাতালের ছাদের কনক্রিট ধসে আমার গায়ের উপর পড়ে। শুধু এক স্থানে নয়, গোটা হাসপাতালের ছাদ ও আরসিসি পিলারে ফাটল।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক জানান, হাসপাতালের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এ ব্যাপারে এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সরকারি বরাদ্দ পেতে অনেক সময় লাগে।
এ বিষয়ে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. তাওহিদুর রহমান জাগো নিউজকে বলেন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ বিষয়ে লিখিত কোনো কিছু পায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ এ বিষয়ে আবেদন করলে হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
আকরামুল ইসলাম/আরএআর/পিআর